ট্রাকচাপায় প্রাণ গেল শিশু জাহিদের
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর প্রাণহানি ঘটেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের নিউ ফিলিং স্টেশনের পূর্বপাশে খান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে শিশু জাহিদ ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় শিশুটির মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই মো. রাশেদুল ইসলাম জানান, মাইক্রোবাস দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

