ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
মানিকগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৌর এলাকার গোবিন্দল নতুন বাজারে অগ্নিকাণ্ডে হার্ডওয়ার, সেলুন, লন্ড্রির দোকানসহ ৩টি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গোবিন্ধল নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল কাদের জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মত ব্যবসা পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়ি যাই। হঠাৎ রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার আমার দোকানে আগুন লেগেছে বলে খবর দেয়। আমি দ্রুত দোকানে গিয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় সিংগাইর ফায়ার সার্ভিসে খবর দেই। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ৩টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন এনে বাজারে অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করেন। প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়ে নি:স্ব হয়ে গেছেন বলে ভুক্তভোগীর দাবি।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মহিবুবুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করতে পেরেছি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপার সদ্য যোগদান করা সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান দেখে উপজেলা প্রশাসনের সহযোগীতা থাকবে।

