Logo
Logo
×

সারাদেশ

মোবাইলে কথা বলতে বলতেই প্রাণ গেল যুবকের

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

মোবাইলে কথা বলতে বলতেই প্রাণ গেল যুবকের

ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে ৮টায় নীলফামারীসৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর হাঁটার সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম