কালীগঞ্জে ১১ মামলার আসামি শাকিলসহ গ্রেফতার ৩
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
গাজীপুরের ১১ মামলার আসামি সন্ত্রাসী শাকিল মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালীগঞ্জে খুনি, চাঁদাবাজ, মাদক সম্রাট ও অপহরণসহ ১১ মামলার আসামি সন্ত্রাসী শাকিল মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে গাজীপুর আদালতে পাঠায় থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে জনৈক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে কালীগঞ্জ থানাকে জানান, উপজেলার কলাপাটুয়া গ্রামের সন্ত্রাসী শাকিল মোল্লা তার পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতরে জামালপুরের কাপাইস গ্রামের বাছির উদ্দিন ব্যাপারীর পুত্র রাসেল ব্যাপারী (৩৮)-কে গ্রেফতার করে পৌনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবিতে মারধর করছে।
খবর পেয়ে রাত ১টার দিকে থানার ওসি মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, এসআই মো. মাসুদ রানা শামীম, এসআই মো. রাসেল, এসআই মো. কামরুল ইসলাম, এসআই মো. ইব্রাহীম শেখ, এএসআই মো. ইনছান আলী, এএসআই জামিল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ কলাপাটুয়া গ্রামে শাকিল মোল্লার বাগানের মধ্যে পরিত্যক্ত মুরগির খামারে অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশ ভিকটিম রাসেল ব্যাপারীকে উদ্ধার করে এবং আ. করিম মোল্লার পুত্র সন্ত্রাসী শাকিল মোল্লা (৩৫), রাতকানা গ্রামের নূর চাঁন আকন্দের পুত্র গোলজার হোসেন (৩৬) ও বড়গাঁও গ্রামের বাবুল মোড়লের পুত্র নাইম (২৫)-কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় ভিকটিম রাসেল বাদী হয়ে ১৩ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-১১) দায়ের করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, সন্ত্রাসী শাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য ধারায় পাঁচটিসহ মোট ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার দুপুরে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

