কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের অপারেশন ডেভিড হান্ট ফেইজ-টু অভিযানে খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার হয়েছে।
শনিরার (১৩ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবি পুলিশের ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জেলা যুবলীগের ১নং সদস্য বোরখান উদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে শান্তিনগর থেকে, পৌর যুবলীগ নেতা মো. রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি মোহাম্মাদ কায় কিসলু জানান, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, সাধারণ মানুষের জান-মাল রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেইজ-টু অপরেশন চলমান থাকবে।

-693e43840e1ab.jpg)