ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাউফল উপজেলার ধুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ অগ্নিকাণ্ডে রাকিব হোসেনের ফার্মেসি, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মনোহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

