Logo
Logo
×

সারাদেশ

ফজরের নামাজ শেষে বাড়ি ফেলা হলো না হানিফের

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ফজরের নামাজ শেষে বাড়ি ফেলা হলো না হানিফের

প্রতিকী ছবি।

টাঙ্গাইলে অজ্ঞাত একটি পরিবহণের ধাক্কায় আবু হানিফ আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে মধুপুর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের জলছত্র (আশ্রয়ণ কেন্দ্র মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ আলী বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া দিগলবাইদ এলাকার মৃত ইয়াছিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে হেঁটে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী পরিবহণ তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবহণটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।  

অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমল চন্দ পাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিবহণের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম