বিস্ফোরক মামলায় আ. লীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি এবং বলুহা এলাকা থেকে ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া, একই রাতে গৌরীপুর পৌর শহরের ঝলমল সিনেমা হল সড়ক এলাকা থেকে পৌর যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি পৌর মধ্যবাজার এলাকার মৃত জয়নালা আবেদীনের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি বিস্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

