Logo
Logo
×

সারাদেশ

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: যুগান্তর

ঘন কুয়াশায় টানা পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।

এর আগে ভোর ছয়টা থেকে নদী এলাকায় তীব্র ঘনকুয়াশা আচ্ছাদিত হওয়ায় কাছের কোন  দৃশ্যমান বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকাল পৌনে ১১টায় পুনরায় ফেরি চলাচল চালু করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পারাপার করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম