বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যরাতে মিয়ানমার সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হ্নীলা এলাকা। হঠাৎ হওয়া বিস্ফোরণের শব্দে সীমান্তপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের রাতের ঘুম ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, বিস্ফোরণের বিকট আওয়াজে ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে সীমান্তের এপারে বাংলাদেশের ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অনেকের ধারণা, মিয়ানমারের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে শনিবার মধ্যরাতে দেশটির রাখাইন রাজ্যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো এ বিস্ফোরণ ঘটাতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সীমান্তপাড়ের বাসিন্দা আব্দুর রশিদ জানান, আনুমানিক রাত ১২টার দিকে মিয়ানমার দিক থেকে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল, একেবারে পাশেই বিস্ফোরণ হচ্ছে। আতঙ্কে পড়ে যান তারা এবং বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, রাতে হ্নীলার পূর্বদিকে মিয়ানমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিনের মন্তব্য জানতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

