ড্রেন খুঁড়তে গিয়ে ধসে পড়ল স্কুলের দেয়াল, শ্রমিক নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৯ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী শহরের ড্রেন খুঁড়তে গিয়ে ভেলানগরে বিদ্যালয়ের দেয়ালধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদ মিয়া (৩৫)। এ সময় আরিফ মিয়া (৩০) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাশেদ মিয়া নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার মোতালিব মিয়ার ছেলে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. সৈয়দুজ্জামান জানান, কয়েকজন শ্রমিক ড্রেন তৈরির জন্য গর্ত করছিলেন। এ সময় পাশের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দেয়াল কর্মরত দুই শ্রমিকের ওপর ধসে পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকায় নেয়ার পথে রাশেদ মিয়ার মৃত্যু হয়। আরিফ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।
