Logo
Logo
×

সারাদেশ

সখীপুরে মদ খেয়ে মাতলামি করায় মাদকাসক্তকে পিটিয়ে হত্যা

Icon

সখীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৯:২৩ এএম

সখীপুরে মদ খেয়ে মাতলামি করায় মাদকাসক্তকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে আবুল কাশেম (৫০) নামে এক মাদকাসক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকার একটি সড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

মদপান করে মাতলামি করায় ওই ব্যক্তিকে অজ্ঞাতনামারা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। 

আবুল কাশেম কালিহাতী উপজেলার বেহুলাবাড়ি গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। 

বৃহস্পতিবার রাতেই নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে লাশ শনাক্ত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির বন্ধু জামাল হোসেনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

জামাল হোসেন পুলিশকে জানান, কাশেম ও তিনি মদপানের জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। শেষ রাতে বাড়ি ফেরার পথে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েক যুবক তাদের ওপর চড়াও হয়। 

এ সময় যুবকরা লাঠি দিয়ে জামাল ও কাশেমকে পেটাতে থাকেন। জামাল দৌড়ে পালালেও কাশেমকে পিটিয়ে মেরে ফেলে অজ্ঞাতনামা যুবকরা গা ঢাকা দেয়। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। 

সখীপুর থানার ওসি আমির হোসেন যুগান্তরকে বলেন, নিহতের ছেলে লাশ শনাক্ত করলেও বয়স কম থাকায় মামলার বাদী হতে পারছে না। ওই পরিবারের অন্য কেউ বাদী হবে এ জন্য মামলার প্রস্তুতি চলছে। তবে সুরতহাল প্রতিবেদনে নিহত কাশেমের পিঠে ও হাতে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন পাওয়া গেছে। আসামিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

হত্যা মাদকাসক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম