সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে বিএসএফ’র পুশইন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোর রাতে তাদেরকে পুশইন করা হয়।
এদিকে কুশখালী সীমান্ত এলাকা থেকে ওই ২৩ বাংলাভাষী নাগরিককে আটক করেছে বিজিবি। বর্তমানে তারা কুশখালী এলাকায় বিজিবি হেফাজতে রয়েছে।
আরও পড়ুন
- আফ্রিকায় ধরা পড়ল ২.২ মিটার লম্বা ব্ল্যাক মাম্বা
- অবরুদ্ধ ইউপি সচিবকে সেনা সদস্যদের সহায়তায় উদ্ধার
- বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধানের খেত
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছেন।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
