Logo
Logo
×

সারাদেশ

মুরাদনগরে মা-মেয়ে-ছেলেকে পিটিয়ে হত্যা মামলা ডিবিতে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম

মুরাদনগরে মা-মেয়ে-ছেলেকে পিটিয়ে হত্যা মামলা ডিবিতে

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে মা, মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় স্থানান্তর করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সোমবার রাতে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ আব্দুল্লাহ। এদিন বিকালে কারাগারে থাকা মামলার ৮ আসামির রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রিপল মার্ডারে ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

                       মুরাদনগরে মা-মেয়ে-ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

গত ৩ জুলাই সকালে কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরি অপবাদ দিয়ে একই পরিবারের চারজনকে মারধর করা হয়। এতে মারা যায়, ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহতের মেয়ে ও আহত রুমা আক্তার বাদী ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করে। এতে আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়। মামলার পর র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে আটজন গ্রেফতার করা হয়।

এদিকে, প্রধান আসামি শিমুল বিল্লাল ও মাস্টারমাইন্ড বাছির উদ্দিন এখনও গ্রেফতার হয়নি।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের রিমান্ড মঞ্জুর হলে ডিবি পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে।’

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা মামলার তদন্ত কাজের পাশাপাশি বাকি আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম