Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের ‘আহ্বায়কের' পদত্যাগ

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের ‘আহ্বায়কের' পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির পদত্যাগ করেছেন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগ করেন। পরে সাংবাদিকদের কাছেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন- ‘সময়ের গতিপথে দায়িত্ব আসে, দায়িত্ব শেষও হয়। আজ, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক হিসেবে আমার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করছি। দায়িত্ব পালন শেষ হলেও আদর্শিক সংগ্রাম শেষ নয়- বরং তা নতুন পথচলার সূচনা মাত্র। এই দীর্ঘ সময়ে আমরা একসাথে পেরিয়ে এসেছি অনেক প্রতিকূলতা, অতিক্রম করেছি বিভ্রান্তির দেয়াল, গড়ে তুলেছি বিশ্বাসের ভিত। শরীয়তপুর হোক- যেখানেই সংগ্রাম করেছি, সেটি শুধুমাত্র আমাদের নয়, এটি ইতিহাসেরও অংশ হয়ে থাকবে।’

আরও লিখেন- ‘আমি কখনো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করিনি, সেই রক্তের উপর দাঁড়িয়ে একটিবারের জন্যও নিজের ব্যক্তিস্বার্থের চিন্তা করিনি। কিন্তু আমার নেতৃত্বে কেউ যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকে- তাহলে সেই দায় এড়াতে পারি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার পথচলায় যারা ছায়া হয়ে পাশে থেকেছেন- সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, সমালোচক ও পথপ্রদর্শক- আপনাদের প্রতি আমার চিরন্তন কৃতজ্ঞতা।’

সাবেক এই সমন্বয়ক বলেন, ‘আমি বিশ্বাস করি- নেতৃত্ব বদলাবে, কিন্তু আদর্শ বদলাবে না। দায়িত্ব হস্তান্তর করছি পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে। আমি আশাবাদী, আগামী দিনের নেতৃত্ব আরও স্বচ্ছ, দৃঢ় ও দূরদৃষ্টিসম্পন্ন হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। আমার সংগ্রাম এখানেই শেষ নয়- শুধু ভিন্নমাত্রায় প্রবাহিত হবে। আমি একজন সাধারণ কর্মী হিসেবেই থাকবো শরীয়তপুরের সাধারণ মানুষের পাশে, সর্বোচ্চ দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে।’

তিনি আরও লেখেন- ‘জুলাই আমাদের হৃদয়ে এক চিরন্তন দীপ্তি হয়ে আছে। যা কেবল একটি আন্দোলনের মাস নয়, বরং এক আদর্শিক জাগরণ। সেই জাগরণ থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো- ইনশাআল্লাহ। আমি চাই সাধারণের পাশে সাধারণ হয়েই থাকতে। আমি চাই আদর্শের সঙ্গে আপোষ না করে পথ চলতে। আমার জন্য দোয়া করবেন। জুলাই আমার প্রেরণা, আদর্শ আমার ঠিকানা। নীতির সঙ্গে আপস নয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম