শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরির পুরস্কার পেলেন সালমান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
সালমান আলী আঘা
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান জাতীয় দলের অলরাউন্ডার সালমান আলী আঘা সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন। যার সুবাদে আইসিসি ওডিআই প্লেয়ার র্যাংকিংয়ে বেশ ভালো উন্নতি করেছেন। সালমান ছাড়াও সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পাকিস্তান দলের একাধিক খেলোয়াড়ই র্যাংকিংয়ে এগিয়েছেন।
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে সালমান ওডিআই ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ উপরে উঠে ১৬তম স্থানে পৌঁছেছেন। এছাড়া আঘা অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ উপরে উঠে বর্তমানে ১১তম অবস্থানে আছেন। এটিই তার দলের উপর ক্রমবর্ধমান প্রভাবকে প্রমাণ করে।
অন্যান্য উল্লেখযোগ্য ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাইম আইয়ুবের, তিনি ১৮ ধাপ উপরে উঠে ৩৫তম স্থানে পৌঁছেছেন, মোহাম্মদ রিজওয়ান ৪ ধাপ উপরে ২৭তম এবং ফখর জামান ৫টি ধাপ উপরে উঠে ৩১তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে তারকা ব্যাটার বাবর আজম কিছুটা পিছিয়ে গিয়ে ৭ম স্থান থেকে ২ ধাপ নেমে গেছেন।
ব্যাট হাতে ভালো ছন্দে থাকলেও বোলিংয়ে বর্তমানে কোনো পাকিস্তানি খেলোয়াড় শীর্ষ ১৫-তে নেই। বল হাতে আফগানিস্তানের রশিদ খান আছেন শীর্ষস্থানে। পাকিস্তান দলের সবচেয়ে উচ্চ র্যাংকে থাকা বোলার হচ্ছেন শাহিন আফ্রিদি, যিনি ১৬তম স্থানে আছেন। আরেক পাকিস্তানি পেসার হারিস রাউফ ২ ধাপ উঠে ২৯তম স্থানে পৌঁছেছেন।

