ভিত্তিহীন গুজব না ছড়াতে বললেন স্মৃতি ও পলাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়েকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা এবং গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়ে উঠল। প্রথমে বিয়ে স্থগিত হওয়ার খবর এসেছিল, পরে সেটি বাতিল হওয়ার ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছিল, কিন্তু স্মৃতি এতদিন পর্যন্ত নীরব ছিলেন। অবশেষে তিনি নিজেই জানালেন যে, পলাশের সঙ্গে তার বিয়ে আর হচ্ছে না।
২৩ নভেম্বর বিয়ের তারিখ ছিল, কিন্তু সেদিন হঠাৎ করে পলাশের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, এরপর থেকে নানা ঘটনায় বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। শেষে বিয়েটি থমকে যায়।
পলাশ নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তাদের সম্পর্ক আর চলছে না এবং তিনি জীবনের পরবর্তী পদক্ষেপ নেবেন। তিনি লিখেছেন, ‘আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যেমন দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, তা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে আমি বিশ্বাসের সঙ্গে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।’
বিয়ে স্থগিত হওয়ার প্রথম দিকে স্মৃতির বাবার অসুস্থতা বলা হয়েছিল, পরবর্তীতে শোনা যায় যে, পলাশও অসুস্থ ছিলেন। তারপর গুজব রটে যে, পলাশ নাকি সম্পর্কের প্রতারণা করেছেন। তবে পলাশ তার বিবৃতিতে বলেছেন, ‘আমি আশা করি, আমরা সবাই শিখব, কোথায় থামতে হয় এবং ভিত্তিহীন গুজব থেকে বিরত থাকব। আমাদের কথায় অনেক সময় অন্যদের আঘাত হতে পারে, আমরা সেটি বুঝতে পারি না।’
পলাশ তার বিবৃতির শেষে জানিয়েছেন যে, যারা তার বিরুদ্ধে ভিত্তিহীন গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
এদিকে, স্মৃতি ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে নিয়ে অনেক গুজব তৈরি হয়েছে। আমি মনে করি, এখন আমার পক্ষে কথা বলা জরুরি। আমি খুব ব্যক্তিগত জীবনযাপন করি এবং তা বজায় রাখতে চাই। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিয়ে বাতিল করা হয়েছে।’
স্মৃতি আরও বলেন, ‘আমি চাই এই বিষয়ে এখানেই শেষ হোক এবং সকলকে অনুরোধ করছি, উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে চলতে দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের একটি বড় উদ্দেশ্য রয়েছে। আমি সব সময় দেশের প্রতিনিধিত্ব করতে চাই এবং যতদিন সম্ভব ভারতের হয়ে খেলব এবং ট্রফি জিতব। এতে আমার পুরো মনোযোগ থাকবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

