Logo
Logo
×

ক্রিকেট

বিপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

বিপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার

বিপিএলে সবসময়ই পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি চোখে পড়ে। আসন্ন আসরেও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০২৫-২৬ মৌসুমের দ্বাদশ বিপিএলের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর। আর এই আসরে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মোট ৯ জন খেলোয়াড়কে এনওসি প্রদান করেছে।

চলতি আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মোট ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে। এদের মধ্যে ১১ জনকে সরাসরি চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বাকি চারজনকে নেওয়া হয়েছে নিলাম থেকে।

নোয়াখালী এক্সপ্রেস বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরি থেকে ইহসানুল্লাহ ও হায়দার আলিকে দলে ভিড়িয়েছে। একই ক্যাটাগরির জাহানদাদ খানকে ২০ হাজার মার্কিন ডলারে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্স ১০ হাজার ডলারে ‘ডি’ ক্যাটাগরি থেকে মোহাম্মদ আখলাককে দলে টেনেছে।

পিসিবি যে ৯ জন খেলোয়াড়কে বিপিএলে খেলতে ছাড়পত্র দিয়েছে তারা হলেন:  মোহাম্মদ নাওয়াজ, হুসেইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ এবং সাহিবজাদা ফারহান।

এবারের বিপিএলে যেসব পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন: সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান খান, খাজা নাফে, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, ইহসানুল্লাহ, হায়দার আলি, মোহাম্মদ আখলাক এবং জাহানদাদ খান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম