পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের খেলোয়াড়দের আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে অভিযোগ জানাতে যাচ্ছে। সোমবার (২২ ডিসেম্বর) পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই ঘোষণা দেন, খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।
রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান দল ভারতকে ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের উসকানি দিয়েছে। এই ঘটনা আইসিসির কাছে জানানো হবে। খেলা ও রাজনীতি আলাদা রাখা উচিত।’
একই অনুষ্ঠানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ভারতের আচরণ সমালোচনা করেন। তিনি বলেন, ‘ম্যাচ চলাকালীন ভারতের আচরণ যথাযথ ছিল না। তবে আমরা খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে আমাদের জয় উদযাপন করেছি। ক্রিকেটে সবসময় স্পোর্টসম্যানশিপ থাকা উচিত।’

