Logo
Logo
×

ক্রিকেট

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। তাকে দলে পেয়ে দারুণ আশাবাদী সিলেটের পেসার ইবাদত হোসেন। তার বিশ্বাস, আমির দলের জন্য বড় ভূমিকা রাখবেন।

বিপিএলের নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে বিদেশি ক্রিকেটার সরাসরি দলে নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে সিলেট টাইটান্স আগেভাগেই আমিরকে দলে ভেড়ায়। টুর্নামেন্ট শুরুর আগেই দলের অনুশীলনে যোগ দেন এই পাকিস্তানি তারকা।

আমিরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইবাদত বলেন, দলের কাছ থেকে নেওয়ার চেয়ে আমিরের দেওয়ারই বেশি কিছু আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার বিপুল অভিজ্ঞতা এবং প্রায় ৪০০ উইকেটের ঝুলি দলের জন্য বড় সম্পদ হবে বলে মনে করেন তিনি। আমির তার সেরা পারফরম্যান্সই দেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইবাদত।

দলের সামগ্রিক কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট এই পেসার। তার মতে, আমিরের সঙ্গে খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা যুক্ত হওয়ায় সিলেটের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়ে উঠেছে।

ইবাদতের ভাষ্য, দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে সিলেট টাইটান্সের দলটি ভারসাম্যপূর্ণ। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মিশ্রণে ব্যাটিং ও বোলিং—দুটো বিভাগই প্রায় সমান শক্তিশালী। তবে বোলিং বিভাগকে সামান্য এগিয়ে রাখছেন তিনি।

তিনি আরও বলেন, দলের প্রতিটি বোলারই পারফর্মার এবং সবাই মিলেই সিলেটকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। সবাই মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে, আল্লাহর রহমতে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে বলে বিশ্বাস তার।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিলেট টাইটান্স। সেই বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দিতেও ভূমিকা রাখছেন ইবাদত।

তিনি জানান, এবারের দলের থিম—‘এবার কিন্তু অইজিবো’ (এবার হয়ে যাবে)। এই স্লোগান দলের মধ্যে ইতিবাচক শক্তি জোগাচ্ছে এবং শোনামাত্রই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস তৈরি হয়। এই থিমকে ধারণ করেই এগিয়ে যেতে চায় সিলেট, আর আল্লাহর সহায়তায় এবার শিরোপা জয়ের আশাই দেখছে দলটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম