|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন ক্রিকেটারদের জন্য নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে, যারা বছরে খুব কম ম্যাচ খেলার সুযোগ পান এবং নিয়মিত অনুশীলন করলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রস্তুত করে তুলতে পারছেন না। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ক্রিকেটারদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতে এইচপি বা ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি ও অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় রয়েছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশও তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চালু করতে যাচ্ছে ‘রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩’ টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিসিবির পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিসিবির মিডিয়া কমিটির সদস্য আমজাদ হোসেন গত বুধবার বোর্ড সভা শেষে জানান, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের পর বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট না থাকায় এই নতুন প্রতিযোগিতা চালু করা হচ্ছে। তিনি বলেন, বিসিএলের কাঠামো অনুসরণ করে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট হবে এবং আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের দুটি স্টেডিয়ামে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রামের দুটি ভেন্যুতে শুরু হবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। এই টুর্নামেন্টের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের প্রায় ৬০ জন ক্রিকেটারের একটি পুল গড়ে তুলতে চায় বিসিবি। গ্রুপ পর্বের ম্যাচগুলো চট্টগ্রামে হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ঢাকায়।
এদিকে একই সময়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

