Logo
Logo
×

ক্রিকেট

বিপিএল

ফাহিমের ফাইফার, এর আগে পাঁচ উইকেট নিয়েছেন কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

ফাহিমের ফাইফার, এর আগে পাঁচ উইকেট নিয়েছেন কারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে প্রথম পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। দিনের প্রথম ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে না পেরে মাত্র ১০২ রানেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস।

এই ফাইফারের মাধ্যমে বিপিএলে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফাহিম আশরাফ। এর আগে বিপিএলের ইতিহাসে কেবল দুজন বোলারই দুবার করে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন—বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা।

বিপিএলে সর্বপ্রথম পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির দখলে। ২০১২ সালে টুর্নামেন্টের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। আর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ফাইফার নেওয়ার কীর্তি গড়েছিলেন আল আমিন হোসেন।

সব মিলিয়ে বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত মোট ২২ বার ফাইফারের দেখা মিলেছে। এই কৃতিত্ব অর্জন করেছেন ১৯ জন ভিন্ন বোলার, যাদের মধ্যে ১০ জনই বাংলাদেশি এবং বাকিরা বিদেশি ক্রিকেটার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম