Logo
Logo
×

অর্থনীতি

৪ দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৫, ০২:৩৯ পিএম

৪ দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মকর্তারা— সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, আগামীকাল দাবিসমূহ তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেবেন তারা।

আজ বুধবার থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা দেন। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও আন্দোলনরত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়। গতকালের সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণেরও দাবি জানানোর পাশাপাশি অধ্যাদেশ বাতিল করা, রেভিনিউ রিফর্ম কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়।

যে ৪ দফা দাবি—

  • জারি করা অধ্যাদেশ অনতিবিলম্বে বাতিল করতে হবে;
  • অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে;
  • রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে;
  • জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলেঅচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসিই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

এনবিআর অর্থ উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম