Logo
Logo
×

বিনোদন

ঢাকায় একমঞ্চে জেমস ও আলী আজমতের সঙ্গে গাইবেন পুনম-মধুবন্তী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

ঢাকায় একমঞ্চে জেমস ও আলী আজমতের সঙ্গে গাইবেন পুনম-মধুবন্তী

নতুন প্রজন্মের দুই সংগীতশিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ঢাকায় প্রথমবার একমঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত। তাদের সঙ্গে আরও থাকছেন নতুন প্রজন্মের দুই সংগীতশিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তী। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে দেখা যাবে তাদের। এটি আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া। আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট হবে।

পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক হিসেবেও।

তার কণ্ঠে ‘তোমাকে ভেবে’, ‘এলোরে বৈশাখ’, ‘আমি তোর রাধা’ শিরোনামে তিনটি গান শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসা পায়। সম্প্রতি ‘নাদান’ শিরোনামের একটি সিনেমাতে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে দ্বৈত গেয়েছেন মধুবন্তী চক্রবর্তী। 

এদিকে মধুবন্তী চক্রবর্তী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। তার শিক্ষাজীবনের ২০ বছরই কাটে শান্তিনিকেতনে। সংগীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন শান্তিনিকেতনেই। ইতোমধ্যে তার কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। খুব শিগগিরই নতুন গান নিয়ে আসছেন তিনি।

জেমস ও আলী আজমতের সঙ্গে একমঞ্চে পারফর্ম প্রসঙ্গে পুনম ও মধুবন্তী বলেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। দুজন গুণী শিল্পীর সঙ্গে একই মঞ্চে আমরাও থাকছি। শ্রোতাদের মন জয় করার চেষ্টা করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম