অভিনেতা আফরান নিশো, শাকিব খান ও সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) হচ্ছে কোনো সিনেমা কেমন চলে- সেই সম্পর্কে একটি ধারণা পাওয়ার নির্ধারক। এ জন্য সিনেমাপ্রেমী দর্শকরা বেশি ঢুঁ মারেন গুগলে। চলুন জেনে নেওয়া যাক—চলতি বছর ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি কোন সিনেমা আইএমডিবি রেটিংয়ে এগিয়ে?
বাংলাদেশি যেসব সিনেমায় এক হাজারের বেশি ভোট পেয়েছে, সেসব সিনেমার তথ্যগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে।
১. ‘উৎসব’: রেটিং পয়েন্ট ৮.৪
গত কুরবানির ঈদে সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সেই সিনেমায় একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। সিনেমাপ্রেমী দর্শকদের পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক। এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন।
এ সিনেমায় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান অভিনয় করেছেন। সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন ৪৫ শতাংশ দর্শক। ৯ দিয়েছেন ৭০০ দর্শক, ৮ দিয়েছেন পাঁচ শতাধিক। মাত্র ১ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ দিয়েছেন। সিনেমাটি এখনো ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে চলছে।
২. ‘তাণ্ডব’: রেটিং পয়েন্ট ৭.৭
ঢালিউড নির্মাতা রায়হান রাফীর ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। পোস্টার, টিজার ও ট্রেলারে ভিন্নভাবে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। মুক্তির পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও কিছু দিনের মধ্যে সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। শাকিবের এ সিনেমার রেটিং ৭.৭।
সিনেমাটিকে ভোট দিয়েছেন সাড়ে প্রায় তিন হাজার সিনেমাপ্রেমী দর্শক। দেখার ইচ্ছা পোষণ করেছেন (ওয়াচ লিস্ট) অনুযায়ী আরও দুই হাজারের বেশি দর্শক। সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন ১৩ শতাংশ দশক। ৯ রেটিং দিয়েছেন ৭০০ দর্শক। ৮ রেটিং দিয়েছেন ৫০০–এর বেশি দর্শক। মাত্র ১১৬ জন সিনেমাটিকে ১ রেটিং দিয়েছেন।
এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূরসহ অনেকে।
৩. ‘চক্কর’: রেটিং পয়েন্ট ৭.৩
‘চক্কর’ সিনেমায় পুলিশের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ। সিনেমাটির আইএমডিবি রেটিং পয়েন্ট হচ্ছে ৭.৩। ভোট দিয়েছেন দুই হাজার দর্শক। এর মধ্যে ২৮ শতাংশ দর্শক ১০-এ ১০ দিয়েছেন। ৯ দিয়েছেন ১৪ শতাংশ দর্শক। ১৯ শতাংশ দর্শক ৮ দিয়েছেন। ৫ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ দিয়েছেন। একটি খুনের রহস্যে ঘেরা এ সিনেমা।
৪. ‘বরবাদ’: রেটিং পয়েন্ট ৭
শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তির পর আলোচনায় আসেন মেহেদী হাসানের প্রথম সিনেমাটি। শুরুতে রেটিংয়ে পিছিয়ে থাকলেও সিনেমাটির বর্তমান রেটিং ৭। ভোট দিয়েছেন ১৮ হাজার দর্শক। এ বছর সর্বাধিক ভোট পাওয়া সিনেমা এটি। সিনেমাটির রিভিউ লিখেছেন ২৫০ জন। ১০-এ ১০ দিয়েছেন ৫ হাজার দর্শক। ৯ দিয়েছেন ৫ হাজার জন। ৮ রেটিং দিয়েছেন ৯৮০ জন। ৭ দিয়েছেন ৬০০ জন। মজার ব্যাপার হচ্ছে— প্রায় ২ হাজার দর্শক এ সিনেমাকে ১০-এ ১ দিয়েছেন।
৫. ‘জংলি’: রেটিং পয়েন্ট ৭
‘জংলি’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটিকে ভোট দিয়েছেন ৪ হাজারের বেশি দর্শক। এর মধ্যে ৩০ শতাংশের বেশি দর্শক সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন।
সিনেমাটিকে পৃথকভাবে ৯, ৮ ও ৭ রেটিং দিয়েছেন পাঁচ শতাধিক করে দর্শক। সিনেমাটি একদমই ভালো লাগেনি ৪০০ দর্শকের। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের নায়িকা ছিলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
৬. ‘দাগি’: রেটিং পয়েন্ট ৬
আফরান নিশো অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত আলোচিত সিনেমা 'দাগি'। সিনেমাটিকে মোট ভোট দিয়েছেন ১১ হাজর দর্শক। এর মধ্যে ১০–এ ১০ দিয়েছেন ৪ হাজার। ৯ দিয়েছেন দুই হাজার। ৮ দিয়েছেন সাড়ে পাঁচ হাজার দর্শক। ২৫ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ ভোট দিয়েছেন।

