রাতে মোটে ৪ ঘণ্টা ঘুমাতেন, বয়স ষাটের দোরগোড়ায় যেতেই যে বদল আনলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে আসমুদ্র হিমাচল মুগ্ধ করে রেখেছেন রুপালি পর্দায়। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার। সম্প্রতি ওটিটির পর্দায় পরিচালক হিসেবে ছেলে আরিয়ান খান আত্মপ্রকাশ করেছেন।
মেয়ে সুহানাও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া রয়েছে আরেক পুত্র আব্রাম খান। এই পাঁচজনের সুখী পরিবার। তবু রাতে ঘুম হয় না কিং খানের। মাত্র চার ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না তিনি। এবার তার জীবনে কোন বদল আনলেন শাহরুখ খান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান জানান, চার ঘণ্টার বদলে দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন তিনি। কারণ তার কাঁধে একটা অস্ত্রোপচার হয়েছে। যাতে দ্রুত সেরে ওঠেন তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন বাদশাহ।
শাহরুখ খান জানান, তিনি কর্মব্যস্ত থাকতে ভালোবাসেন। কখনো কখনো সায় দেয় না শরীর। তবু মনের খিদে যেন মেটে না। সে কারণে না ঘুমিয়ে এমন পরিশ্রম করতে পারেন তিনি। এর আগে ২০২৩ সালে পরপর তিনটি সিনেমা মুক্তি পায় শাহরুখ খানের। তারপর থেকে আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাদশাহ। সেই সিনেমায় একেবারে পেশিবহুল চেহারায় দেখা যাবে তাকে। সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা।

-693a76263c323.jpg)