Logo
Logo
×

বিনোদন

আপেল হাতে আবেদনময়ী লুকে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

আপেল হাতে আবেদনময়ী লুকে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান।

অভিনেত্রী জয়া আহসান শুধু ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতেই নয়, টালিউডেও সমান তালে অভিনয় করে যাচ্ছেন। দুই বাংলায় অভিনয় করে দুদেশেই সমানসংখ্যক ভক্ত-অনুরাগী পেয়েছেন তিনি। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও রয়েছে তার ব্যস্ততা। সিনেমা ‘ডিয়ার মা’ হোক কিংবা ‘পুতুল নাচের ইতিকথা’— একের পর এক সিনেমায় অভিনয় করে অসাধারণ প্রশংসা কুড়িয়েছেন কলকাতায়। এককথায় বলা যায়, টালিউডেই তিনি প্রধান নায়িকা হিসাবে কাজ করে যাচ্ছেন। এমনকি বলিউডেও সিনেমা করেছেন এ নন্দিত অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব আছেন জয়া আহসান। নতুন নতুন তথ্য আর ছবি পোস্ট করে জানান দেন তার ভক্ত-অনুরাগীদের। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। এবার নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। 

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন জয়া আহসান। সেখানে দেখা গেছে, সেসব ছবিতে রয়েছে তার ফ্যাশন স্টেটমেন্ট, যা একেবারেই ভিন্ন। পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, আর পরনে ধূসর রঙের জিন্স। কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা, আর পাথরের তৈরি চুড়ি ও বালার সঙ্গে হাতে একটি টুকটুকে লাল আপেল তাকে এনে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। এই পুরো ঐতিহ্য আর আধুনিকতার ফিউশন লুকে অভিনেত্রী যেন নজর কেড়েছেন সবার। 

জয়া সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে। এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। সেই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লিখেছেন— ‘আপেল হয়ো না।’

এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন তার মন্তব্য বাক্সে। এক নেটিজেন লিখেছেন—'খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন— ‘লাভ অফ মাই লাইফ।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম