Logo
Logo
×

বিনোদন

অভিনেত্রী হতে চাই, নায়িকা নই: অহনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

অভিনেত্রী হতে চাই, নায়িকা নই: অহনা

অভিনেত্রী অহনা দত্ত। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন। মাস ছয়েক আগে মা হয়েছেন তিনি। তাই 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'মিশকা সেন'-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শকরা অভিনেত্রীকে দেখতে পায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। 

ইতোমধ্যে তার নতুন ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'-এর প্রোমো মুক্তি পেয়েছে। তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। তাই প্রশ্ন উঠেছে— এবারও কি অহনাকে কোনো নেতিবাচক চরিত্রে দেখা যাবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা দত্ত বলেন, সত্যি কথা বলতে— এখন পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে। 

অভিনেত্রী বলেন, মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না— এমনটি কখনো ভাবিনি। তা ছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে।

অহনা দত্ত বলেন, নায়িকা হওয়ার লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নাম ভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম