বাকু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল পাকিস্তানের সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার সাফল্যের স্বাক্ষর রেখে চতুর্থবারের মতো বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে ৭ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বাকু সিনেমা ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে শক্তিশালী উপস্থিতি ছিল পাকিস্তানের।
উৎসবে তিনটি পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পাকিস্তান ফিল্ম ডে উপলক্ষে প্রদর্শিত ‘ওয়েলকাম টু দ্য পাঞ্জাব’ দর্শকদের ভোটে সেরা দর্শক পুরস্কার (বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড) জিতে নেয়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সফদার মালিক আর পরিচালনা করেছেন শহজাদ রফিক।
পাকিস্তানি প্রতিনিধি দলের মতে, এ অর্জন পাকিস্তানি সিনেমার ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবেরই বহিঃপ্রকাশ। এর আগে ২০২৫ সালের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে দেশটির চলচ্চিত্র একাধিক স্বীকৃতি পেয়েছে।
চীনে অনুষ্ঠিত এসসিও ফিল্ম ফেস্টিভ্যালে নায়াব জিতে নেয় সেরা জুরি সমালোচক পুরস্কার, আর ডেমাক পায় সেরা সম্পাদনা পুরস্কার। রাশিয়ার ইউরেশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হুসেইন অর্জন করেন সেরা অভিনয় পুরস্কার।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, ডিজিটাল, মিডিয়া ও ফিল্ম পলিসি সংস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে কার্যকরভাবে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি মজবুত হচ্ছে এবং আন্তর্জাতিক যৌথ প্রযোজনার নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।
মন্ত্রণালয় সাম্প্রতিক অর্জনগুলোকে পাকিস্তানের সৃজনশীল খাতের মানোন্নয়ন ও বিশ্বপরিসরে বিস্তৃত প্রভাবের প্রতিফলন বলে উল্লেখ করেছে।
এদিকে পাকিস্তান ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন ডিইএমপি–এর নির্বাহী মহাপরিচালক সামিনা ফারজিন, ফিল্ম সেকশনের পরিচালক সৈয়দা সাইরা রেজা এবং উপপরিচালক সামিয়া চন্নার আন্তরিক প্রচেষ্টাকে প্রশংসা জানিয়েছে। তাদের ধারাবাহিক উদ্যোগেই পাকিস্তানের চতুর্থ বৈশ্বিক সাফল্য সম্ভব হয়েছে বলে সংগঠনটি মন্তব্য করে।

