Logo
Logo
×

বিনোদন

সজল আলীর বিয়ের গুঞ্জন, ভক্তদের উচ্ছ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

সজল আলীর বিয়ের গুঞ্জন, ভক্তদের উচ্ছ্বাস

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলী। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলী ও অভিনেতা হামজা সোহাইলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে। গুঞ্জন উঠেছে, এই জনপ্রিয় অন-স্ক্রিন জুটি ২০২৬ সালের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। খবরটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে।

সজল আলী পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ও রংরেজা, ইয়াকিন কা সাফর, সিনফ-ই-আহান এবং ম্যায় মান্তো নেহি হুঁ–এর মতো জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে, হামজা সোহাইল ফেয়ারি টেল (সিজন ১ ও ২), জর্দ পট্টন কা বুন, বার্নস রোড কে রোমিও জুলিয়েট এবং দিল ওয়ালি গলি মেইন নাটকের মাধ্যমে অল্প সময়েই দর্শকের মন জয় করেছেন। 

এই দুই তারকার প্রথম অন-স্ক্রিন জুটি হিসাবে দর্শকদের নজর কাড়ে নাটক ‘জর্দ পট্টন কা বুন’। নাটকটিতে তাদের রসায়ন ব্যাপক প্রশংসা পায়। পরবর্তীতে ‘দিল ওয়ালি গলি মেইন’ নাটকে আবারও একসঙ্গে অভিনয় করে তারা ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় করেন যে, দুজনের মধ্যে বিশেষ এক বোঝাপড়া রয়েছে। 

সম্প্রতি একাধিক ইনস্টাগ্রাম পেজে দাবি করা হয়েছে, সজল আলী ও হামজা সোহাইল নাকি ২০২৬ সালের শুরুতে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এ বিষয়ে এখনো সজল বা হামজা—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া

বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই মন্তব্য করেছেন—আমি জানতাম এটা একদিন হবে, হামজা সত্যিই একজন ভদ্র মানুষ; সজলের জন্য আমি খুব খুশি, দোয়া করি সে সবসময় সুখী থাকুক; সজল এমন একজন মানুষই ডিজার্ভ করে—হামজা বিনয়ী ও ভালো মনের মানুষ, এখন শুধু সজল-হামজার বিয়েই আমাকে শান্তি দিতে পারে।

সব মিলিয়ে, গুঞ্জন সত্যি হোক বা না হোক—সজল আলী ও হামজা সোহাইলের সম্ভাব্য বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ও ভালোবাসা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম