Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৩:১৩ পিএম

প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক

ছবি: সংগৃহীত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘তাইফুন ব্লক-৪’ উন্মোচন করেছে তুরস্ক।  মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আইডিইএফ ২০২৫ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায়’  উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 

‘তাইফুন ব্লক-৪’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল তাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

প্রতিরক্ষা জায়ান্ট রোকেটসান এক বিবৃতিতে বলেছে, ‘তাইফুন ব্লক-৪’ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে। ৭ টনেরও বেশি ওজনের, তাইফুনের এই নতুন সংস্করণ-এর বহুমুখী ওয়ারহেডসহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু, যেমন: বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। 

আকাতা ক্যাপসুলসহ আটমাকা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত আটমাকা জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন-লঞ্চ করা সংস্করণ, যার পাল্লা ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল)।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, আকাটা ২৫০ কিলোমিটারেরও বেশি পাল্লা এবং একটি উচ্চ-বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে ব্লু হোমল্যান্ডের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।’

গোকবোরা ভিজ্যুয়াল রেঞ্জের বাইরে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০০ নটিক্যাল মাইল (১১৫ মাইল) এর বেশি এবং এটি মানবজাত এবং মনুষ্যবিহীন যুদ্ধ বিমান প্ল্যাটফর্মে শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে।

উচ্চ-গতির বহুমুখী লোটারিং যুদ্ধাস্ত্র, এরেন, সশস্ত্র ইউএভি, হেলিকপ্টার, স্থল যানবাহন, স্থল-ভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করে কম গতির বায়ুবাহিত ইউনিট, সাঁজোয়া এবং নিরস্ত্র স্থল লক্ষ্যবস্তু এবং কর্মী-বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। 

রোকেটসানের মতে, এর উচ্চতর নির্দেশিকা ক্ষমতা, দীর্ঘ সহনশীলতা এবং ১০০ কিলোমিটারেরও বেশি পাল্লার সাথে ক্ষেত্রের একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ডব্লিউওডব্লিউ হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবাল এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় কেএফএ ফেয়ার্স  আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে আনাদোলু রয়েছে।

১৭তম সংস্করণে ১০৩টি দেশের মন্ত্রী, কর্মী প্রধান, কমান্ডার এবং শীর্ষ প্রতিনিধিরা আয়োজন করছেন, যেখানে ৪৪টি দেশ স্টল নিয়ে বসেছে। 

মেলাটির আয়োজক ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা। 

সূত্র: ইয়ান সাফাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম