|
ফলো করুন |
|
|---|---|
* জোকস-১
পুলিশ: আপনি তো বেশ সাহসী নারী, একাই এক চোরকে ইচ্ছামতো পেটালেন।
নারী: আমি কী করে জানবো, ওই বেচারা চোর।
পুলিশ: তাহলে আপনি কী ভেবেছিলেন?
নারী: আমি তো ভাবলাম, আমার স্বামী দেরী করে ঘরে ঢুকেছে।
চোর: স্বামী ভেবেই এতো পেটালেন আপা? চোর জানলে কী করতেন?
* জোকস-২
স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্বামীর ফোন পেয়ে বলল-
স্ত্রী: কতবার বলব যে, আমি আর বাপের বাড়ি থেকে তোমার বাড়ি যাবো না। তবুও কেন প্রতিদিন ফোন করো?
স্বামী: প্রতিদিন ভয় পাই, যদি সিদ্ধান্ত পাল্টাও। তাই ফোন করে নিশ্চিত হয়ে নেই।
* জোকস-৩
কলেজে যুক্তিবিদ্যার ক্লাস চলছে-
শিক্ষক: আমি টেবিলটি ছুঁয়েছি, টেবিলটি মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটি যুক্তি দেখাও তো।
ছাত্র: আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি।
* জোকস-৪
বিয়ের কিছুদিন পর স্ত্রী তার স্বামীকে বলছে-
স্ত্রী: জানো আমি কতো বড় মহত্?
স্বামী: কেন, কী হয়েছে?
স্ত্রী: কারণ বিয়ের আগে আমি তোমাকে না দেখেই বিয়ে করেছিলাম।
বর: তাহলে তো আমি তোমার থেকেও বড় মহত্।
স্ত্রী: কিভাবে?
বর: কারণ আমি তোমাকে দেখার পড়েও বিয়ে করেছি।
