নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লিভারপুলের সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে মিশরের ফুটবল তারকা মোহাম্মদ সালাহর। ক্লাবের আচরণকে ‘অসন্তোষজনক’ বলার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। রুনি বলেন, ‘সালাহ নিজেই তার ঐতিহ্য ধ্বংস করছেন।’
শনিবার (৬ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করার পর সাংবাদিকদের সামনে সালাহ বলেন, ‘আমি বহুবার বলেছি, কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তবে এখন মনে হচ্ছে সেই সম্পর্ক আর নেই। মনে হচ্ছে, ক্লাব আমাকে দায়ী করার জন্য সামনে ঠেলে দিয়েছে।’
৩৩ বছর বয়সী সালাহ সম্প্রতি তিনটি ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। লিডসের বিপক্ষে ম্যাচেও তিনি বেঞ্চে ছিলেন, যদিও লিভারপুলে তার গোলসংখ্যা ৪২০ ম্যাচে ২৫০টি।
রুনি মনে করেন, সালাহর সাম্প্রতিক মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় এবং কোচ আরনে স্লটকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। নিজের পডকাস্টে রুনি বলেন, ‘স্লটকে এখনই তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাকে সালাহকে ডেকে বলতে হবে—তুমি দলের সঙ্গে ভ্রমণ করবে না। মিডিয়ার সামনে এমন মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।’
রুনি মনে করেন, সালাহর সামনে দুটি বিকল্প রয়েছে—অথবা সম্পর্ক পুনর্নির্মাণ করা, অথবা ক্লাব ছাড়ার প্রস্তুতি নেয়া। তিনি বলেন, ‘সমস্যা দ্রুত সমাধান করা জরুরি। যদি এভাবে চলতে থাকে, তবে সালাহ লিভারপুলে তার ঐতিহ্য নষ্ট করবেন।’

