Logo
Logo
×

আমদানি-রপ্তানি

ভিয়েতনাম থেকে আরও সাড়ে ১২ হাজার টন চাল আমদানি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

ভিয়েতনাম থেকে আরও সাড়ে ১২ হাজার টন চাল আমদানি
ভিয়েতনাম থেকে  আরও ১২ হাজার ৫শ মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। চাল নিয়ে একটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

শনিবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি দুই দেশের সরকারি পর্যায়ে সম্পাদিত (জি টু জি) আওতায় ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭শ মেট্রিক টন চাল দেশে এসেছে।

এতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

ভিয়েতনাম চাল আমদানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম