আমদানি-রপ্তানি একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। বাংলাদেশে তৈরি পোশাক, কৃষিপণ্য, ওষুধ, চামড়া, সিরামিকসসহ বহু পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অপরদিকে, শিল্প ও ভোক্তা চাহিদা পূরণের জন্য কাঁচামাল, প্রযুক্তি, জ্বালানি ও ভোগ্যপণ্য আমদানি করা হয়ে থাকে।
আন্তর্জাতিক বাজার, বাণিজ্য চুক্তি, ট্যারিফ নীতি ও বৈশ্বিক চাহিদা—এই সবকিছু আমদানি-রপ্তানির গতিপথ নির্ধারণ করে। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম, ই-কমার্স ও কাস্টমস অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে এ খাত আরও গতিশীল ও সহজ হচ্ছে।