রাজস্ব হলো রাষ্ট্রের আয় উৎসের অন্যতম প্রধান মাধ্যম, যা কর, শুল্ক, ভ্যাট ও ফি-এর মাধ্যমে সংগ্রহ করা হয়। সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নানা খাতে এই রাজস্ব ব্যয় করে থাকে। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর মাধ্যমে কর ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে। ট্যাক্স নীতি, রাজস্ব ঘাটতি, বাজেট লক্ষ্যমাত্রা ও কর সংস্কার নিয়ে নিয়মিত আপডেট রাজস্ব সংক্রান্ত খবরের গুরুত্ব বাড়িয়ে তুলছে।