Logo
Logo
×

বিএনপি

জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই: ডা. জাহিদ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই: ডা. জাহিদ

ছবি: যুগান্তর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই। এজন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
ডা. জাহিদ বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কেউ কাউকে দুর্বল ভাববেন না, আবার সবল ভাবারও কারণ নেই। আপনার একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে, আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার। 
তিনি বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুরিতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলে লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম