‘রোগ জয়ের গল্প’ শুধু চিকিৎসা নয়—এটা মানুষের মনের জয়ের গল্প। কঠিন অসুখ যেমন ক্যান্সার, কিডনি রোগ, হেপাটাইটিস, থ্যালাসেমিয়া বা ডায়াবেটিস—এসব জয় করার পেছনে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস, পরিবারিক সহযোগিতা, এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা। এসব সত্যিকারের গল্প মানুষের মনে সাহস জোগায়, পরিবর্তন আনে সচেতনতায়। প্রতিটি গল্পে আছে বাস্তব অভিজ্ঞতা, বাঁচার অনুপ্রেরণা এবং অসুস্থতা জয় করার উপায়।
