রোগব্যাধি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণ সম্ভব। ব্যাকটেরিয়া, ভাইরাস, পরিবেশগত পরিবর্তন কিংবা জীবনযাত্রার অনিয়ম থেকে শুরু করে জিনগত কারণেও নানা রোগ হতে পারে—যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, গ্যাস্ট্রিক, ইনফ্লুয়েঞ্জা, ক্যানসার, হৃদরোগ, কিডনি সমস্যা ইত্যাদি।
আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, প্রযুক্তির সহায়তা ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। সেই সঙ্গে, সুষম খাবার, পরিমিত ঘুম, ব্যায়াম ও মানসিক সুস্থতাও রোগমুক্ত জীবনের পূর্বশর্ত।
