আরও পড়ুন
গদ্য হলো বাংলা সাহিত্যের একটি মৌলিক শাখা, যা কবিতার ছন্দময়তা ছাড়াই সরল ভাষায় অনুভব, চিন্তা ও বর্ণনা প্রকাশ করে। গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, রম্যরচনা থেকে শুরু করে আধুনিক ব্লগ—সবই গদ্যরূপে সাহিত্যের প্রাণ হয়ে উঠেছে। বাংলা গদ্যের বিকাশ শুরু হয় মুদ্রণযুগে, আর বর্তমানে ডিজিটাল মাধ্যমে তার ব্যাপ্তি আরও বিস্তৃত হয়েছে। সাহিত্যের বাস্তব, বিশ্লেষণাত্মক ও মানবিক দিকগুলো গদ্যের মাধ্যমে সবচেয়ে প্রাঞ্জলভাবে উপস্থাপন করা সম্ভব।
