আরও পড়ুন
কবিতা হলো আবেগ, ভাবনা ও সৌন্দর্যের চিত্রায়ণ, যা কখনো প্রেমের ভাষা, কখনো প্রতিবাদের কণ্ঠস্বর। বাংলা সাহিত্যে কবিতার রয়েছে গভীর শিকড়—রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে শুরু করে সমকালীন তরুণ কবিরাও কবিতায় তুলে ধরছেন প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, সমাজ, বাস্তবতা ও কল্পনার রূপ। প্রেমের কবিতা হৃদয়ের নরম ছোঁয়া দেয়, দেশপ্রেমের কবিতা উজ্জীবিত করে চেতনা, প্রকৃতির কবিতা মন নিয়ে যায় নির্জনতায়, আর শিশুদের কবিতা শেখায় ছন্দে হাসতে ও ভাবতে। এই নানাবিধ কবিতা আমাদের ভাষা ও সংস্কৃতিকে করে তোলে আরও সমৃদ্ধ ও সংবেদনশীল।
