পারমাণবিক বোমা
পারমাণবিক বোমা হলো এক প্রকার বিধ্বংসী অস্ত্র, যা পারমাণবিক বিক্রিয়া (nuclear reaction) — বিশেষ করে নিউক্লিয়ার ফিশন বা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল শক্তি উৎপাদন করে। এই বোমার বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস হয় শহর, মরে যায় লক্ষ মানুষ, আর প্রকৃতি হয়ে পড়ে বিকৃত ও বিষাক্ত।
পারমাণবিক অস্ত্র প্রথম বিশ্বে আলোড়ন তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এর ভয়াবহতা ছিল ইতিহাসের অন্যতম নির্মম মানবীয় বিপর্যয়।
