Logo
Logo
×

ভারত

উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে, উত্তেজনা চরমে

Icon

উম্মে কুলসুম শেরিফ, নয়াদিল্লি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৭:০৭ পিএম

উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে, উত্তেজনা চরমে

ভারত নিয়ন্ত্রিত পুঞ্চ শহর থেকে ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা। ছবি: আল-জাজিরা

ভারতের অনেক শহরের বাসিন্দাদের গতরাত কেটেছে নিদ্রাহীনভাবে। কোটি মানুষ উদ্বেগের মধ্যে দিন পার করছেন—কি হতে চলেছে সামনে? পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কোন পর্যন্ত গড়াবে—এই প্রশ্নই এখন সবার মুখে।

তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ভারত জানিয়েছে, তারা পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়েছে।

ঘটনাপ্রবাহ দ্রুত বদলাচ্ছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সব কিছু ছড়াচ্ছে—সত্য ও গুজব মিশে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত কোথাও কোথাও চলছে ‘মক ড্রিল’ বা প্রস্তুতিমূলক মহড়া।

আকাশে সাইরেন, ব্ল্যাকআউট— এসব মানুষের মনে আরও আতঙ্ক তৈরি করছে। সীমান্ত এলাকা থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে সংসাদের জন্য হঠাৎ করে নতুন জিনিস কিনতে হচ্ছে। তারা কখন বাড়ি ফিরবেন তা অজানা। 

আল-জাজিরা থেকে অনূদিত

ভারত পাকিস্তান যুদ্ধ

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম