ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যা ঐতিহাসিক ঐতিহ্য, প্রযুক্তি অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। রাজনীতি, সামরিক শক্তি, আন্তর্জাতিক কূটনীতি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক—সব ক্ষেত্রেই ভারতের ভূমিকায় রয়েছে বৈশ্বিক গুরুত্ব।