দক্ষিণ আমেরিকা মহাদেশটি অ্যামাজন অরণ্য, আন্দেস পর্বত ও বহু আদিবাসী সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলাসহ ১২টি দেশ এই অঞ্চলে অবস্থিত। ফুটবল, কৃষি, খনিজ সম্পদ ও রাজনৈতিক বৈচিত্র্যের পাশাপাশি দক্ষিণ আমেরিকা জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।