ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়, চাঞ্চল্যকর তথ্য দিল পরিবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৪৯ পিএম
নিখোঁজ তিন ভারতীয় হলেন—হুশনপ্রীত সিংহ, জসপাল সিংহ এবং অমৃতপাল সিংহ। ছবি: আনন্দবাজার
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে গিয়ে তিন ভারতীয় নিখোঁজ হয়েছেন। গত পহেলা মে ইরানে পৌঁছান তারা। ১১ মে পর্যন্ত তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল। এরপর হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।
নিখোঁজদের পরিবার জানায়, পাঞ্জাবের এক এজেন্টের মাধ্যমে দুবাই-ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তাদের। তবে ১ মে ইরান যাওয়ার পর তাদের অপহরণ করা হয়। এরপর পরিবারগুলোর কাছে ১ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। ১১ মে থেকে যোগাযোগ বন্ধ।
নিখোঁজ ওই তিন ভারতীয় কোথায় রয়েছেন, তা জানতে ইরানি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইরানি কর্তৃপক্ষকে দ্রুত ওই তিন ভারতীয়ের সন্ধান দেওয়ার জন্য জানিয়েছে এ দেশের দূতাবাস। তাদের নিরাপত্তাও নিশ্চিত করার জন্য ইরানি কর্তৃপক্ষকে বলেছে ভারত।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ তিন ভারতীয় হলেন—হুশনপ্রীত সিংহ, জসপাল সিংহ এবং অমৃতপাল সিংহ। ১ মে তেহরান বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। যে এজেন্ট মারফত তিন তরুণ বিদেশে গিয়েছিলেন, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না।
তেহরানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ওই তিন নিখোঁজ ভারতীয়ের পরিবারের সদস্যরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একসঙ্গে তিন ভারতীয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় দূতাবাসও। তারা জানিয়েছে, বিষয়টি ইরানি কর্তৃপক্ষের কাছে জোরালভাবে তুলে ধরেছে তারা। নিখোঁজ ভারতীয়দের দ্রুত খুঁজে দেওয়ার জন্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে ভারতীয় দূতাবাস। ওই তিন ভারতীয়ের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন তেহরানে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা।
