কলকাতায় প্রথম লোকাল এসি ট্রেন চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের কলকাতায় চালু হয়েছে প্রথম লোকাল এসি ট্রেন। বাইরে থেকে দেখলে এটি অনেকটা মেট্রোর মতো হলেও প্রযুক্তিগতভাবে ট্রেনটির কিছু পার্থক্য আছে। শিয়ালদহ থেকে নদীয়া জেলার রানাঘাট পর্যন্ত চলবে ট্রেনটি। সময় লাগবে ১ ঘণ্টা ২০ মিনিট।
রোববার দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ট্রেনটির উদ্বোধন করেন।
টিকিট কাটা যাবে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক। চেন্নাইয়ের ইন্টগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি করা ট্রেনে ১২টি কোচ রয়েছে। প্রতি ট্রিপে ১ হাজার ১২৬ যাত্রী চলাচল করতে পারবেন। ট্রেনে রয়েছে সর্বাধিক আধুনিক ব্যবস্থাও। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে।
