Logo
Logo
×

ভারত

সাইবার নিরাপত্তা জোরদার

জম্মু-কাশ্মীরে সরকারি কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম

জম্মু-কাশ্মীরে সরকারি কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জম্মু-কাশ্মীর প্রশাসন। সোমবার এক সরকারি আদেশে জানানো হয়েছে, কেন্দ্রশাসিত রাজ্যের সরকারি অফিসগুলোতে পেন ড্রাইভ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে সরকারি কাজে হোয়াটসঅ্যাপসহ কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।

সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় সাইবার হামলায় বিদ্যুৎ বিভাগসহ বহু সরকারি ওয়েবসাইট বিপর্যস্ত হয়ে পড়ে। এখনও অনেক ওয়েবসাইট ও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

অধিকৃত নির্দেশে প্রশাসনিক সচিব এম রাজু জানিয়েছেন, সংবেদনশীল সরকারি তথ্য সুরক্ষিত রাখা, ডেটা সার্বভৌমত্ব বজায় রাখা এবং ম্যালওয়্যার বা অননুমোদিত প্রবেশ রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটসহ সব জেলা প্রশাসন কার্যালয়ে এ নির্দেশ কার্যকর হবে।

এছাড়া সরকারি দফতরে বিভিন্ন অনিরাপদ অনলাইন সেবা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। কারণ এ ধরনের সাইটে সরকারি ফাইল শেয়ার বা প্রসেস করলে সাইবার ঝুঁকি বাড়ে।

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, শুধু বিদ্যুৎ খাতেই সাম্প্রতিক সময়ে দুই লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে, যা প্রতিহত করা সম্ভব হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত সরকারের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম