Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইল ছাড়ছে লাখো মানুষ, বেড়েছে অভিবাসন সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ এএম

ইসরাইল ছাড়ছে লাখো মানুষ, বেড়েছে অভিবাসন সংকট

ছবি: সংগৃহীত

ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত দুই বছরে দেশটি ছেড়ে চলে গেছেন এক লাখ ৩৭ হাজারের বেশি ইসরাইলি। এ সংখ্যা নতুন আগতদের প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়, শুধু গত বছরই ৮২ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছেন, আর নতুন করে এসেছেন মাত্র ৩১ হাজার। ২০২৩ সালে ইসরাইল ছেড়েছিলেন প্রায় ৫৫ হাজার মানুষ, বিপরীতে এসেছিলেন ৪৬ হাজার।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ইহুদি নববর্ষের প্রাক্কালে ইসরাইলের জনসংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। গত এক হিব্রু বছরে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ১ দশমিক ৬ শতাংশের তুলনায় কম। 

পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ ফিলিস্তিনি (১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডের বাসিন্দা), আর ৭৮ দশমিক ৬ শতাংশ ইহুদি ও অন্যান্য জনগোষ্ঠী। এছাড়া, বিদেশি বাসিন্দার সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার।

ইসরাইলিদের মতে, বাড়তে থাকা অভিবাসনের পেছনে মূল কারণ হলো ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা, আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা এবং চলমান অর্থনৈতিক ও সামাজিক সংকট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম