জাতিসংঘে কাতার
ইসরাইলি হামলার জবাব কঠোর হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
ইসরাইলি হামলার জবাবে কাতার কেমন প্রতিক্রিয়া দেখায় তা এখনো ধোঁয়াশা।
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি ‘যেকোনো পরিস্থিতিতেই’ প্রতিহত করবে। তিনি আরও বলেছেন, দোহা কোনো আগ্রাসনের মুখে নিরব থাকবেন না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, ‘আমরা চাই স্পষ্টভাবে বলা যাক যে কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব আমরা দেব।’
তিনি আরও যোগ করেছেন, শুধু রেগে আছি বলা এখানে যথেষ্ট নয়। বিষয়টি অত্যন্ত গুরুতর।’
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেন, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। ‘আমরা বিশ্বের বন্ধু রাষ্ট্রদের সঙ্গে যোগাযোগে আছি,’ তিনি বলেন।
দোহার আকাশে হামলার জবাব দিয়ে কাতার ইসরাইলের দীর্ঘমেয়াদি অরুচি বা ‘দায়বদ্ধতার অভাব’ শেষ করতে চায়। মুখপাত্র বলেন, ‘আমরা ইসরাইলের দায়বদ্ধতার অভাব শেষ করব।’
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর ইসরাইল দোহার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়, যা হামাস নেতাদের পরামর্শ সভার সময় ঘটে। হামাস নিশ্চিত করেছে, কেন্দ্রীয় নেতৃত্ব নিরাপদ আছে, তবে ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে খলিল আল-হাইয়া-এর ছেলে এবং একজন কাতারী নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দোহার আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণ শোনা যায় এবং ধোঁয়া উড়ে যায়। পরে ইসরাইলি সামরিক বাহিনী হামলার তথ্য নিশ্চিত করে।
হামাস জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল রাজনৈতিক আলোচনা ব্যাহত করা, বিশেষ করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি বলছেন, ‘প্রতিক্রিয়া আসছে। এর জন্য আরব রাষ্ট্রগুলো পরামর্শ করছে।’
তিনি আরও বলেন, ‘এই প্রতিক্রিয়া নিয়ে বর্তমানে অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।’


